বাংলাদেশ-আফগানিস্তান প্রথম ওয়ানডে ৫ জুলাই

৩ ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দুই প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও আফগানিস্তান দল এখন চট্টগ্রামে অবস্থান করছে। শনিবার (১ জুলাই) সকালে বাংলাদেশ এবং রাতে আফগানিস্তান ক্রিকেট চট্টগ্রাম এসে পৌঁছায়।  দুই দলই উঠেছে হোটেল র‌্যাডিসনে।

সোমবার (৩ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আফগানিস্তান এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ দল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে।  আগামী ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।  সিলেটে দুটি ম্যাচ হবে ১৪ ও ১৬ জুলাই।  চট্টগ্রামে ওয়ানডে সিরিজের শেষে দুই দল একসঙ্গে সিলেট যাবে, দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে।

আইসিসি ওয়ানডে সুপার লিগে শীর্ষ আটে থাকায় দুই দলই সরাসরি বিশ্বকাপে অংশ নিচ্ছে।  দুই দলেরই বিশ্বকাপ যাত্রা শুরু হবে একে অপরের বিপক্ষে খেলে।  তার আগে দুই দল আবার খেলবে এশিয়া কাপও।  ফলে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ ও আফগানিস্তান বেশ কয়েকবারই পঞ্চাশ ওভারের ক্রিকেটে মুখোমুখি হবে।

গত বছরও আফগানিস্তান ওয়ানডে সুপার লিগে তিন ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছিল।  চট্টগ্রামে প্রথম দুই ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজ জিতলেও শেষ ম্যাচ হেরে যায়।  এবারও দুই দলের লড়াই প্রতিদ্বিন্দ্বতাপূর্ণ হবে তা বলার অপেক্ষা রাখে না।