বুধবার (১৪ জুন) আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। তার আগে দলের নির্ভরযোগ্য ব্যাটার তামিম ইকবালের খেলা নিয়ে আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে খেলা হচ্ছে না এই ড্যাশিং ওপেনারের।
ইতোমধ্যে চোটের কারণে আসন্ন টেস্ট থেকে ছিটকে গেছেন এই ফরম্যাটে টাইগারদের অধিনায়ক সাকিব আল হাসান। এবার পিঠের ব্যথার কারণে ছিটকে যেতে হলো তামিমকেও। টাইগার এই ওপেনারের জায়গায় দেখা যাবে একাদশে মাহমুদুল হাসান জয়কে। জয়ের সঙ্গী হিসেবে থাকবেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা জাকির হাসান।
তামিমের খেলা নিয়ে ধোঁয়াশা ছিল আরও আগে থেকেই। তবুও শেষ পর্যন্ত অপেক্ষায় ছিল টিম ম্যানেজমেন্ট। তামিমকে নিয়ে হাথুরু বলছিলেন, ‘আমার মনে হয় সে অনুশীলন করতে যাচ্ছে। আমরা দেখবো সে কেমন অনুভব করে। এর আগে রোববার (১১ জুন) অনুশীলন করেছে, তখন ব্যাটিং ও ফিল্ডিংয়ের সময় অস্বস্তি অনুভব করেছে তামিম। ’
এদিকে, ফেরার চেষ্টায় ছিলেন বাঁহাতি এই ওপেনারও। ইনজুরি থাকলেও দলের সঙ্গে অনুশীলন করেছেন তামিম। তবে তার ইনজুরির প্রভাব স্পষ্টই বোঝা যাচ্ছিল। কেননা অনুশীলনের মধ্যে বারবার পিঠে কোমরে হাত দিচ্ছিলেন তামিম। তবে অনুশীলনে কখনই তামিমকে পুরোপুরি স্বস্তিতে দেখা যায়নি।
অন্যদিকে দীর্ঘ ২৭ মাস পর বুধবার (১৪ জুন) টেস্ট খেলতে নামছে আফগানিস্তান দল। তার আগে নিজের দলের প্রস্তুতি ও লক্ষ্যের কথা জানালেন আফগানিস্তানের প্রধান কোচ জনাথন ট্রট। মঙ্গলবার (১৩ জুন) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসে ট্রট বলেন, ‘হোম টিম তো এডভান্টেজ পাবেই। তার মানে এই নয় তারা আমাদের চেয়ে ভালো খেলবে। আমরা বাংলাদেশে টেস্ট খেলার ব্যাপারে রোমাঞ্চিত। আমরা নিজেদের সেরাটাই চেষ্টা করব। সবাই টেস্টের জন্য প্রস্তুত, এটা নিশ্চিত করা আমাদের কাজ।’
সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলেছিল আফগানরা। তাই টাইগারদের বিপক্ষে নতুন করে শুরু করতে চান আফগান কোচ। তিনি বলেন, ২৭ মাস পর আমরা টেস্ট খেলব। তাই কোন ব্র্যান্ডের ক্রিকেট আমরা খেলব, সেটা নতুন করে গড়ে তুলতে হবে। এবার আফগান দলে রশিদ খান না থাকায় নিজের দলের জন্য কঠিন বলে মনে করেন ট্রট।
তিনি জানান, রশিদের মতো অভিজ্ঞ একজন না থাকাটা আমাদের জন্য কঠিন ব্যাপার। তাকে অবশ্যই মিস করব। তবে সামনে অনেক খেলা আছে, এশিয়া কাপ ও বিশ্বকাপ আছে। বিশ্রামও তাই জরুরি।
রাজধানীর মিরপুরে টেস্টটি শুরু হবে বাংলাদেশী সময় সকাল ১০টায়।