বাংলাদেশে পর্যটন কার্যালয় চালু করছে সৌদি আরব

পর্যটক টানতে বাংলাদেশে কার্যালয় চালু করতে যাচ্ছে সৌদি আরবের পর্যটন কর্তৃপক্ষ (এসটিএ)।  এসটিএ’র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রেসিডেন্ট আলহাসান আল-দাব্বাগ বৃহস্পতিবার (২৪ আগস্ট) আরব নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন,‘আমাদের লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে ৩০ লাখ বাংলাদেশি পর্যটক আকৃষ্ট করা…আমাদের জন্য এ বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ’

গত সপ্তাহে বাংলাদেশ সফর করেন সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ।  সফরে বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য অনলাইন প্ল্যাটফর্ম ‘নুসুক’ চালু করেন সৌদি আরবের এই মন্ত্রী।

অনলাইন প্ল্যাটফর্ম নুসুক হলো একটি ই-ভিসা এবং বুকিং প্ল্যাটফর্ম।  যা হজ ও ওমরাহযাত্রীদের মক্কা, মদিনা এবং অন্যান্য শহরে ভ্রমণের যাত্রাপথ নির্দিষ্ট ও ভ্রমণের ব্যবস্থা করতে সহায়তা করবে।

বাংলাদেশিদের ওমরাহ যাত্রাকে সহজ করার জন্য ‘নুসুক’ চালু করা হলেও সৌদি আরবের ইতিহাস-ঐতিহ্য এবং প্রাকৃতিক বিভিন্ন স্থান তারা ঘুরে দেখবেন বলে প্রত্যাশা করছে এসটিএ।

‘নুসুক’ চালু ছাড়াও বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কয়েকটি চুক্তিও করে সৌদি আরব।  সফরে অংশ নিয়েছিলেন এসটিএর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রেসিডেন্ট আলহাসান আল-দাব্বাগ।

নুসুকের প্রতিষ্ঠা, ওমরাহ ভিসার মেয়াদ বৃদ্ধি ও বাংলাদেশিদের জন্য নতুন ট্রানজিট ভিসা ওমরাহকে আগের তুলনায় বেশ সহজ করেছে।  এতে পর্যটকদের মক্কা ও মদিনার পবিত্র স্থানগুলো ছাড়াও অন্যান্য জায়গায় ভ্রমণ সহজ হয়েছে।