বাংলাদেশে দুই ভাগে সিরিজ খেলবে আফগানিস্তান

আগামী মাসে টাইগারদের বিপক্ষে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে আফগানিস্তান।  ওই সিরিজে সফরকারীদের ১টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে।  যদিও এর আগে তাদের ২টি টেস্ট খেলার কথা ছিল, পরবর্তীতে ব্যস্ত সূচির কারণে ১টি টেস্ট বাতিল করে বিসিবি।

প্রথমে এক ভাগে বাংলাদেশে আসার কথা থাকলেও, এখন দুই ভাগে সিরিজটি খেলতে চায় আফগানিস্তান।  জানা গেছে, বাংলাদেশের বিপক্ষে প্রথম দফা খেলার পর আফগানরা ভারতের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ২টি টি- টোয়েন্টি খেলবে।  এরপরই আবারও বাংলাদেশে আসবে তারা।

সূচি অনুযায়ী আফগানরা জুলাই মাসে সিরিজের বাকি অংশ খেলবে।  এর আগে জুনের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশে পা রাখবে রশিদ খানের দল।  একটি টেস্ট খেলেই তারা ভারতে রওনা হবে। যদিও এখন পর্যন্ত আফগানিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি চূড়ান্ত হয়নি।  তবে জানা গেছে, ১৪ জুন থেকে শুরু হতে পারে একমাত্র টেস্টটি।