বাংলাদেশকে ১৮৫ রানের টার্গেট দিল ভারত

সাকিব-হাসান মাহমুদের চেপে ধরা বোলিংয়ের পরও ভারতকে কম রানে আটকাতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান তুলেছে রোহিত শর্মার দল। টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচটিতে জিততে হলে বাংলাদেশকে ১৮৫ রান করতে হবে। বুধবার (১ নভেম্বর) অ্যাডিলেড ওভালে ভারতের বিপক্ষে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান।

ইনিংসের তৃতীয় ওভারেই ব্রেক থ্রু পেতে পারত বাংলাদেশ। তাসকিনের সেই ওভারের চতুর্থ বলে স্কয়ার লেগে ক্যাচ দেন রোহিত শর্মা। কিন্তু রোহিতের ক্যাচ ছেড়ে দেন হাসান মাহমুদ। তবে পরের ওভারেই হাসান মাহমুদ রোহিতকে আউট করেন। হাসান মাহমুদের বলে পয়েন্টে দাঁড়িয়ে থাকা ইয়াসিরের হাতে ধরা পড়েন রোহিত।

ইনিংসের দশম ওভারে ফিফটি করার পরের বলেই শর্ট ফাইন লেগে মুস্তাফিজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রাহুল। তার উইকেটটি নেন সাকিব। ইনিংসের ১২তম ওভারের সাকিবের বলে ক্যাচ তোলেন সূর্যকুমার। কিন্তু ক্যাচ ছেড়ে দিয়ে সূর্যকে জীবন দেন মুস্তাফিজ। ইনিংসের ১৪ তম ওভারে সাকিব সূর্যকুমারকে বোল্ড করেন।

ভয়ংকর হয়ে ওঠার আগেই হার্দিককে আউট করেন হাসান মাহমুদ। পরের ওভারের শেষ বলে রান আউটে কাটা পড়েন দিনেশ কার্তিক। ১৯ তম ওভারে অক্ষর প্যাটেলকে আউট করেন হাসান মাহমুদ। প্যাটেলকে নিজের তৃতীয় শিকার বানান তিনি। হাসানের স্লোয়ারে বড় শট খেলতে গিয়ে সাকিবের হাতে ধরা পড়েন প্যাটেল। চার ওভারে ৪৭ রান খরচায় নেন ৩ উইকেট নেন হাসান মাহমুদ।

তবে শেষ পর্যন্ত বিরাট কোহলি ৪৪ বলে ৬৪ রানে অপরাজিত থেকে দলীয় স্কোর ১৮৪ রানে নিয়ে যান।