বাংলাদেশের গ্রুপে রয়েছে ভুটান। দলটি টানা দুই ম্যাচ হেরেছে। শেষ ম্যাচ রয়েছে ভুটানের প্রতিপক্ষ বাংলাদেশ। গ্রুপের পয়েন্ট অনুযায়ী কঠিন সমীকরণে ভুটানের সেমিফাইনাল খেলার সম্ভবনা কিছুটা রয়েছে। সেই সমীকরণ মেলানোর জন্য বাংলাদেশের বিপক্ষে জয়ের বিকল্প নাই ভুটানের, পাশাপাশি গোল গড়ের দিকেও নজর দিতে হবে। তাই বাংলাদেশকে হারিয়ে পয়েন্ট বাগিয়ে নিতে চান দলটির কোচ পেমা দর্জি।
বর্তমানে ‘বি’ গ্রপে টানা দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়েও লেবাননের সেমিফাইনালে খেলা নিশ্চিত হয়নি। অন্যদিকে দুই ম্যাচে এক জয় ও এক হার নিয়ে সমান তিন পয়েন্ট বাংলাদেশ ও মালদ্বীপের। আর টানা দুই হারে টেবিলের তলানীতে রয়েছে ভুটান।
এ প্রসঙ্গে ভুটানের কোচ বলেন, ‘এখনো টুর্নামেন্ট শেষ হয়ে যায়নি। এখনো আমরা এই টুর্নামেন্ট থেকে বিদায় নেইনি। পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে পুরো তিন পয়েন্ট পাওয়ার দিকেই আমার পুরো মনোযোগ। ’
বাংলাদেশের বিপক্ষে ভুটানের খেলোয়াড়রা শতভাগ দিবে এমনটাই বিশ্বাস ভুটানের কোচের। তিনি জানান, ‘বাংলাদেশ ভালো দল। আমাদের জন্য সহজ প্রতিপক্ষ নয়, তাদের হারানোও সহজ নয়। আমাদের গ্রুপে প্রতিটি দলই ভালো। দেখা যাক কি হয়। আমার কথা হচ্ছে, আমরা আশা হারাব না। আমরা শতভাগ দিব, এটাই মূল কথা। ’
ভুটানের কোচের চোখে বাংলাদেশ কেমন দল সেই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘খারাপ দল নয়। তারাও ভালো দল, আমরাও ভালো দল। আমি মনে করি, বাংলাদেশের রক্ষণভাগ প্রতিপক্ষের জন্য খুবই কঠিন। ’