বাংলাদেশকে ‘সহজ শর্তে’ ঋণ দিতে সম্মত আইএমএফ

বাংলাদেশকে ‘সহজ শর্তে’ ৪৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।  সরকারের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে অর্থনৈতিক সংকটের মুখে আইএমএফের দ্বারস্থ হওয়া বাংলাদেশকে ঋণ দিতে যাচ্ছে সংস্থাটি।

আজ বুধবার (৯ নভেম্বর) বিকাল ৩টায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে এ বিষয়ে কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এর আগে দুপুরে আইএমএফ প্রতিনিধিদল অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।  বৈঠকের পরই ঋণ পাওয়ার অগ্রগতি ও সার্বিক বিষয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যেভাবে চেয়েছে, সেভাবেই আইএমএফ ঋণ দিচ্ছে।  ঋণের পরিমাণ সাড়ে ৪ বিলিয়ন ডলার।  সাত কিস্তিতে ২০২৬ পর্যন্ত ঋণ আসবে।  প্রথম কিস্তি আসবে আগামী বছরের ফেব্রুয়ারিতে।

২০২৬ সালের মধ্যে সব ঋণ পাওয়া যাবে, জানান তিনি।

গত ২৪ জুলাই ৪৫০ কোটি ডলার ঋণ চেয়ে আইএমএফকে চিঠি দেয় বাংলাদেশ।  এ বিষয়ে আলোচনা করতে আইএমএফের একটি প্রতিনিধিদল গত ২৬ অক্টোবর ঢাকায় আসে।

মঙ্গলবার (৮ নভেম্বর) পর্যন্ত সরকারের অর্থ-বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ব্যাংক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনসহ বেশ কিছু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে প্রতিনিধিদল।

বাংলাদেশ ১৯৭৪ সালে আইএমএফের কাছ থেকে প্রথম ঋণ নেয়।  ১৯৮০ থেকে ১৯৯০ সালে বাংলাদেশ ঋণের জন্য আইএমএফের দ্বারস্থ হয়েছিল।  এই দশ বছরে সংস্থাটির কাছ থেকে বাংলাদেশ পাঁচবার ঋণ নেয়।  তবে এবারই প্রথম সর্বোচ্চ ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ।