চট্টগ্রামের বাঁশখালীতে শাহ আলম নামের এক বেকারী শ্রমিক খুন হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) বাঁশখালী পৌরসভায় মায়ের দোয়া বেকারীতে ঘটনাটি ঘটেছে। নিহত শাহ আলম সাতকানিয়া থানাধীন সদর ইউনিয়নের দক্ষিণ রুপকানিয়া ৯ নং ওয়ার্ডের মাইজপাড়া নিবাসী মৃত নূর মোহাম্মদের পুত্র।
বাঁশখালী থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দুই বছর ধরে মায়ের দোয়া বেকারীতে শ্রমিকের কাজ করছে নিহত শাহ আলম। গতকাল (২২ ফেব্রুয়ারী) সহকর্মী স্থানীয় পুর্ব জলদী লস্কর পাড়া নিবাসী মাহবুব আলমের সাথে ঝগড়া হয়েছিল। বেকারী মালিক এজহারুল হক উভয়কে ডেকে মীমাংসা করে দেয়। আজ ভোরে সহকর্মীরা ফজর নামাজ শেষে শাহ আলমের রক্তাক্ত শরীর পরে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষনা করেন।
বেকারী মালিক এজহারুল হক জানান, মাহবুব ও শাহ আলমের হাতাহাতির কথা শুনে দুজনকে সরিয়ে দিই। পরদিন ভোরে কে বা কারা শাহ আলমকে কুপিয়ে হত্যা করেছে জানিনা। তদন্তপুর্বক ঘটনার সত্যতা উদঘাটন করে খুনিদের শাস্তির আওতায় আনা হোক। বেকারীতে ৬/৭ জন শ্রমিক থাকতো বলেও জানান তিনি।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হালদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বেকারির শ্রমিক শাহ আলমকে হত্যার আলামত পাওয়া গেছে। হত্যার আলামত উদঘাটন করতঃ খুনিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। এই ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও প্রধান সন্দেহজনক মাহাবুব আলম পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।