বাঁশখালীতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামের বাঁশখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট সোমবার (১৯ জুন) বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে।
টুর্নামেন্টের উদ্বোধন করেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী। সরকারি আলাওল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক আজগর হোসেন প্রমুখ।
উদ্বোধনী খেলায় মাস্টার নজির আহমদ কলেজ ১-০ গোলে সরকারী আলাওল কলেজকে পরাজিত করে। বাঁশখালী ডিগ্রী কলেজ মাঠে দিনের অপর খেলায় সায়েদ হাসান কাফির একমাত্র গোলে বাঁশখালী ডিগ্রী কলেজ ১-০ গোলে বাঁশখালী উপকুলীয় কলেজকে পরাজিত করেছে।
মঙ্গলবারের (২০ জুন) খেলা- বাঁশখালী ডিগ্রী কলেজ- মাস্টার নজির আহমদ কলেজ।