বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামের নবনির্মিতব্য বাথরুম থেকে রক্তাক্ত সোহেল জমাদ্দার নামে এক ফুটবলারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোবার (৭ মে) সকাল ৯টায় স্টেডিয়ামের ড্রেসিং রুমের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সোহেল ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রায়াপুর বটতলা এলাকার হাফিজ জমাদ্দারের ছেলে। তিনি ঢাকার সাইফ স্পোটিং ক্লাবের অনুর্ধ্ব ১৭ দলের গোলরক্ষক ছিলেন।
কোতোয়ালী মডেল থানার এসআই শহীদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রশি দিয়ে ঝোলার পর রশি ছিড়ে নিচে পড়ে মাথা ফেটে রক্তাক্ত হয় ফ্লোর।
তিনি বলেন, ভিডিও কলে রেখে আত্মহত্যার আলামত ও আত্মহত্যার আগে পাঠানো ছবি পাওয়া গেছে। মোবাইল আলামত হিসেবে জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
সোহেলের বোন শান্তা জানান, সোহেলের খেলা থাকায় শনিবার স্টেডিয়ামে আসেন। সন্ধ্যার পর তার সহকর্মীরা সোহেলের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তিনিও মোবাইলে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। সকালে জানতে পারেন সোহেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, সোহেলের স্ত্রী ও সন্তান রয়েছে। তিনি সম্প্রতি প্রেমের সম্পর্কে জড়ান। বিষয়টি জানার পর স্ত্রীর সঙ্গে সোহেলের বিরোধ দেখা দেয়। শনিবার ভাইয়ের সন্ধান না পেয়ে তার প্রেমিকাকে কল দেন। ওই সময় সোহেলের প্রেমিকা তাকে জানান, সোহেল তার ইমোতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে জানিয়ে রশি ও মইয়ের ছবি পাঠান। রাতে প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।