বরিশালে৩৩ কেন্দ্রে আ.লীগ প্রার্থী আবুল খায়ের এগিয়ে

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন শেষে চলছে ফলাফল ঘোষণা। সোমবার (১২ জুন) বিকাল থেকে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম থেকে ফলাফল ঘোষণা করছেন সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির।

মেয়র পদে এখন পর্যন্ত ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) এগিয়ে রয়েছেন।

এর আগে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে সকাল ৮টা থেকে ৩০টি ওয়ার্ডের ১২৬টি কেন্দ্রে ইভিএমে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, বরিশাল সিটি কর্পোরেশনে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন। এই সিটিতে ৩০টি সাধারণ ও ১০টি সংরক্ষিত ওয়ার্ড আছে। মোট ভোটকেন্দ্র ১২৬টি, মোট ভোটকক্ষ ৮৯৪টি। সবগুলোতেই সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ছিল।