বরিশালের হয়ে এবারে নাও খেলতে পারেন সাকিব

গত আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন বাংলাদেশের টেস্ট ও টি- ২০ অধিনায়ক সাকিব আল হাসান।  তবে আসন্ন বিপিএলে বরিশালের হয়ে খেলবেন না বলে  জানিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

জানা গেছে, ঢাকার হয়ে খেলতে পারেন সাকিব।  যদিও বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সবশেষ দুই মৌসুম ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলেছেন সাকিব।  গত ২০২২ বিপিএলের ফাইনালেও খেলেছিল দলটি।  যদিও শেষ পর্যন্ত তারা শিরোপা জিততে পারেনি।

এছাড়া সবশেষ মৌসুমে প্লে-অফেও জায়গা করে নিয়েছিল বরিশাল।  তবে শেষ চারে পরাজিত হয়ে বাদ পড়ায় সাকিবের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলে ফ্র্যাঞ্চাইজিটি।  যে কারণে বিষয়টি ইতিবাচকভাবে নেননি এই বিশ্বসেরা অলরাউন্ডার।  সেই ধারাবাহিকতায় তিনি আগামী মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির জার্সি গায়ে না জড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

আগামী বছরের ৬ ফেব্রুয়ারি পরবর্তী বিপিএল আসর মাঠে গড়ানোর কথা ছিল।  তবে জাতীয় নির্বাচনের কারণে পিছিয়ে যেতে পারে আসরটি।