গত বিপিএলেও বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল খেলেছেন খুলনা টাইগার্সের জার্সিতে। কিন্তু আগামী মৌসুমে আর দলটির হয়ে খেলবেন না তিনি। আগামী এক মৌসুমের জন্য ফরচুন বরিশালের সাথে চুক্তি করেছেন তিনি। এমনটিই জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির চেয়ারম্যান মিজানুর রহমান।
তামিমের বরিশালের হয়ে আগামী বিপিএলে খেলার বিষয়ে তিনি বলেন, “ফরচুন বরিশাল দলের হয়ে আগামী ২০২৪ বিপিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। তামিমের সাথে এক বছরের চুক্তি হয়েছে আজ। ধন্যবাদ ”
ফরচুন বরিশালের হয়ে এর আগের দুই মৌসুম খেলেছেন টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তবে তিনি আগামী মৌসুমে খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের জানুয়ারির জাতীয় নির্বাচনের পর হবে বিপিএলের দশম আসর। এর আগে অক্টোবরে হবে প্লেয়ার্স ড্রাফট।