বরযাত্রীবোঝাই নৌকা ডুবে শতাধিক মৃত্যু

নাইজেরিয়ায় নদীতে বরযাত্রীবোঝাই নৌকা ডুবে অন্তত ১০৩ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (১৩ জুন) দেশটির উত্তর-মধ্যাঞ্চলের কাওয়ারা বিভাগে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নৌকাটি একদল বরযাত্রী বহন করছিল। নাইজার প্রদেশ থেকে কোয়ারা প্রদেশে ফিরছিলেন বরযাত্রীরা।  নৌকাটিতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ছিল।

রাজ্য পুলিশ ও গভর্নরের অফিস জানিয়েছে, নৌকাটি কাওয়ারার পাশের রাজ্য নাইজার থেকে বরযাত্রীদের নিয়ে নদী পার হচ্ছিল। তখনই নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার শিকার যাত্রীরা বিয়ে শেষে কাওয়ারার পাতিগি বিভাগে ফিরছিলেন। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে সেটি জানা যায়নি।

কাওয়ারা রাজ্য পুলিশের মুখপাত্র ওকসানমি আজাই বলেন, এখন পর্যন্ত ১০৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১০০ জনেরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

নাইজেরিয়ায় প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে। এর আগে ২০২১ সালের মে মাসে নাইজার নদীর একই স্থানে নৌকাডুবির ঘটনা ঘটে। সে সময় ১৬০ জনের মৃত্যুর হয়েছিল।

এমএফ