বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও কৃষকদের বীজ বিতরণ লক্ষ্যে সিদ্ধিরগঞ্জে সঞ্চয়ের প্রস্তুতি সভা

নারায়ণগঞ্জ প্রতিনিধি : সম্প্রতি দেশের উত্তরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের দরিদ্র-মেধাবী ২ হাজার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে বীজ সামগ্রী বিতরণের লক্ষ্যে আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে নাসিক ৭নং ওয়ার্ডে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল নেতা সিহান রাজ্জাক সঞ্চয়ের সভাপতিত্বে এ আলোচনা সভা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এসময় মহানগর ছাত্রদল নেতা সিহান রাজ্জাক সঞ্চয় তার বক্তব্যে উল্লেখ করেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ভ্যানগার্ড খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র ও জনতার দ্বারে দ্বারে সর্বাগ্রে পৌঁছাবে। ছাত্র ও জনতার বিপ্লবের মাধ্যমে সৃষ্ট এ নতুন বাংলাদেশে ছাত্রদল আরও বেশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করে ছাত্র ও জনতার মধ্যকার সেতুবন্ধন সৃষ্টিতে অগ্রনী ভূমিকা অব্যাহত রাখবে।আমরা আশা করছি, এই উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা তাঁদের শিক্ষা কার্যক্রমকে ত্বরান্বিত করে তাদের স্বপ্ন পূরণে সমর্থ হবে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা আবারো মাঠে সোনার ফসল ফলিয়ে কিছুটা হলেও ক্ষতি কাটিয়ে উঠতে পারবে।’

বজ্রধ্বনি অনলাইনের সম্পাদক ডা. শাহাদাত হোসেন তৌহিদের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সাবেক সহ-সভাপতি রাসেল মাহমুদ চৌধুরী, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা মো: এনাম, নাসিক ৬নং ওয়ার্ড ছাত্রদল নেতা স্বাধীন, ৮নং ওয়ার্ড ছাত্রদল নেতা ফাহিম প্রমুখ।