বন্ধন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গাজীপুর মহানগরীর পূবাইলে বন্ধন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৮তম বার্ষিক সাধারণ সভা শনিবার দিনব্যাপী হারবাইদ হাউজিং সোসাইটি বালুর মাঠে অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই জাতীয় পতাকা ও সংগঠনের সমবায়ী পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ভাইস-চেয়ারম্যান কামরুজ্জামান সরকার, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বন্ধন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারী রাসেদ সরকার , গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, পূবাইল থানা বিএনপির সভাপতি,মনির হোসেন বকুল,পূবাইল থানা যুবদলের সদস্য সচিব, আবুল হোসেন,দি মেট্রো পলিটন খ্রীষ্টান কো অপারেটিভ ইউনিয়ন এর চেয়ারম্যান, আগস্টিন প্রতাপ গমেজ,গাজীপুর থানা সমবায় কর্মকর্তা মেহেদী মাসুদ, প্রমুখ,