বঙ্গবন্ধু ফুটবলের ফাইনালে হাটহাজারী স্পোর্টস ক্লাব

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্র্ধ্ব-১৭ হাটহাজারী উপজেলা পর্যায়ের ২য় সেমিফাইনাল খেলা বৃহস্পতিবার (২২ জুন) হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য অমিমাংসিত থাকলে টাইব্রেকারে হাটহাজারী স্পোর্টস ক্লাব ফুটবল একাডেমি ৩-২ গোলে চারিয়া খেলোয়াড় সমিতিকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।  জয়ী দলের গোলকিপার ইলিয়াছ শাহ সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

খেলা শেষে প্রধান অতিথি হাটহাজারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রায়হান সেরা খেলোয়াড় বিজয়ী দলের গোলকিপার ইলিয়াছ শাহকে পুরস্কার প্রদান করেন।  শনিবার (২৪ জুন) বিকাল ৩টায় ফাইনাল অনুষ্ঠিত হবে।