বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলের ফাইনালে কালীপুর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট বাঁশখালী উপজেলা জোনের ফাইনালে ওঠেছে কালীপুর ইউনিয়ন ফুটবল দল।  রোববার (১৮ জুন) চাম্বল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ২য় সেমিফাইনালে শিরোপা প্রত্যাশী সরল ইউনিয়নকে  টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়েছে কালীপুর ইউনিয়ন।

নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল।  দুটি গোলই হয় খেলার দ্বিতীয়ার্ধে।  দ্বিতীয়ার্ধের ৪  মিনিটে ইফতির গোলে কালীপুর এগিয়ে গেলেও বেশিক্ষন লিড ধরে রাখতে পারেনি।  ৭ মিনিট পর হাসানের দেয়া গোলে সমতায় ফিরে সরল।  টাইব্রেকারে কালীপুরের গোলরক্ষক জাহেদুল্লাহ প্রতিপক্ষের একটি শট রুখে দেয়, অন্য একটি শট বাইরে মারেন সরলের খেলোয়াড়।  পক্ষান্তরে কালীপুরের খেলোয়াড়েরা ৪টি শটেই নিশানা ভেদ করেন  খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন জাহেদুল্লাহ।  শিরোপা নির্ধারনি ম্যাচে  চাম্বলের মুখোমুখি হবে কালীপুর।

ম্যাচটি পরিচালনা করেন ফিফা রেফারি বিটুরাজ বড়ুয়া, সহকারি ছিলেন মো. খালেক ও রিন্টু বড়ুয়া।  খেলাটি উপভোগ করেন কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আনম শাহদত আলম, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক মো. আজগর হোসেন, নির্বাহী সদস্য লোকমান, বাঁশখালী এক্সপ্রেসের প্রধান নির্বাহী রহিম সৈকত প্রমুখ।