বঙ্গবন্ধু আন্তর্জাতিক নারী হ্যান্ডবল
মালদ্বীপকে উড়িয়ে দিল বাংলাদেশ
গ্যালারির এক দিকে বসা কিছু মালদ্বীপের সমর্থক। তাদের হাতে ছিল ছোট আকারের মালদ্বীপের পতাকা। পল্টন শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের বাকি গ্যালারি জুড়ে ছিল বাংলাদেশের দর্শকদের উল্লাস আর দাপট।
গ্যালারির মতোই বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফি ওমেন্স (অনূর্ধ্ব-১৭) হ্যান্ডবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে দাপট দেখিয়েছে স্বাগতিক বাংলাদেশের মেয়েরা।
হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৪৮-১০ গোলে উড়িয়ে দিয়েছে মালদ্বীপকে। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ২৭-৫ গোলে।
বাংলাদেশের সর্বোচ্চ ১৬টি গোল করেছেন অধিনায়ক মোসাম্মত মারফি। ১০টি গোল করেছেন রুনা লায়লা। দীপা রানী করেছেন ৭টি গোল। মালদ্বীপের হাওয়া বিনিথ করেন সর্বোচ্চ ৪টি গোল।