বঙ্গবন্ধু আন্তর্জাতিক ওমেন্স হ্যান্ডবলে সেরা বাংলাদেশ
বুধবার (১৭ মে) শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ওমেন্স হ্যান্ডবলের ফাইনালে ভারতকে ৪৬-৪৩ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। সাউথ-সেন্ট্রাল এশিয়া জোন-২ এ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বাংলাদেশ ইয়ুথ দল খেলবে এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে। জাতীয় ও বয়সভিত্তিক কোনো পর্যায়ে কখনোই এর আগে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ।
হ্যান্ডবল স্টেডিয়ামে ‘বাংলাদেশ, বাংলাদেশ’ চিৎকার। গ্যালারিতে ছিল দর্শকের উন্মাদনা। মোসাম্মৎ মারফি, রুনা লায়লাদের গলায় ছিল সোনালি পদক। হাতে চ্যাম্পিয়নের ট্রফি। উচ্ছ¡সিত চ্যাম্পিয়ন দলের কোচ ডালিয়া আক্তার বলেন, ‘টুর্নামেন্ট শুরুর আগে বলেছিলাম চমক দেখাবে আমার দল। সেটাই করে দেখিয়েছে তারা। আমার খেলোয়াড়ি জীবনে কখনো ভারতকে হারাতে পারিনি। কিন্তু প্রথমবার কোচ হয়ে সেই অর্জনে নাম লেখাতে পেরেছি। ভারতকে যে কোনো খেলায় হারানো কঠিন। হ্যান্ডবলে তো আরো কঠিন। সেই কঠিন কাজ আমার মেয়েরা করে দেখিয়েছি।’ পুরো টুর্নামেন্টে অসাধারণ খেলে বাংলাদেশ ইয়ুথ টিমের অধিনায়ক মারফি হয়েছেন টুর্নামেন্টের সেরা। ম্যাচে সর্বোচ্চ ১৫ গোল করেন অধিনায়ক মারফি।
ইয়ুথ দলের মতো পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জুনিয়র দল। এই বিভাগের ফাইনালে ভারত ৪৮-১৭ গোলে হারিয়েছে বাংলাদেশকে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি নুরুল ফজল বুলবুল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, আয়োজক কমিটির চেয়ারম্যান আমিনুল ইসলাম।