বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে জেলার সেরা সীতাকুণ্ড

চট্টগ্রাম জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাপিয়ন হয়েছে সীতাকুণ্ড ডিগ্রি কলেজ।  সোমবার (২৪ জুলাই) নগরীর পলোগ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে সীতাকুন্ড ডিগ্রি কলেজ  ১-০ গোলে মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজ’কে পরাজিত করে তারা এ কৃতিত্ব দেখিয়েছে।

একমাত্র জয়সূচক গোলটি করেন জয়ী দলের সাজেদুল ইসলাম সাকিব।  তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন।  সেরা খেলোয়াড় হন একই দলের গোলকিপার আমজাদ।  এতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দু-দলই আগামী ২৭ জুলাই থেকে শুরু হওয়া বিভাগীয় পর্যায়ে খেলবে।

খেলা শেষে বাংলাদেশ জাতীয় সংসদের রেলপথ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।  এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি পুনরায় পলোগ্রাউন্ডকে মেলা মুক্ত থাকার ঘোষনা দিয়ে এতে ক্রিকেট, ফুটবল ও হকির আলাদা জায়গা নির্ধারণ করার নির্দেশনা প্রদান করেন। সেখানে একপাশে গ্যালারী, ওয়াকওয়ে এবং এথলেটিক্সের জন্য এস্টোটার্ফের ব্যবস্থা করার পরিকল্পনার ঘোষণাও দেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিতে এবং চসিক কাউন্সিলর ও সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুল মালেক, সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন, আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার মো. ইসতিয়াক ইমন, রাউজান উপজেলা চেয়ারম্যান ও সিজেকেএস সহ সভাপতি এহসানুল হায়দার চৌধুরী বাবুল, দিদারুল আলম চৌধুরী, সিজেকেএস যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম ও  মো. মশিউর রহমান চৌধুরী, সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, আ ন ম ওয়াহিদ দুলাল, গোলাম মহিউদ্দিন হাসান, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট সদস্য সচিব হারুন অর রশিদ (কাজল), সিডিএফএ নির্বাহী সদস্য কাজী জসিম উদ্দিনসহ সিজেকেএস ও সিডিএফএ কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।