বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবলে চট্টগ্রাম কলেজ চ্যাম্পিয়ন
চট্টগ্রাম জেলা প্রশাসন ও ক্রীড়া অফিস আয়োজিত এবং সিজেকেএস ও সিডিএফএ’র সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম মহানগর পর্যায়ে চট্টগ্রাম কলেজ চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার (২৪ জুন) রেলওয়ে পলোগ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে চট্টগ্রাম কলেজ টাইব্রেকারে ৪-২ গোলে মহসিন কলেজ’কে হারিয়ে এ যোগ্যতা অর্জন করেছে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য (০-০) ড্র ছিল। বিজিত দলের মিনহাজুল আবেদিন ম্যান অব দ্য টুর্নামেন্ট হন।
খেলা শেষে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল মালেকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম।
সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লবের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসনের এনডিসি তৌহিদুল ইসলাম, সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য সদস্য প্রদীপ কুমার ভট্টাচার্য্য, চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্টের সদস্য সচিব হারুন অর রশিদ (কাজল), সিডিএফএ সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত পাবলু, যুগ্ম সম্পাদক ও টুর্নামেন্টের ম্যাচ কমিশনার সালাউদ্দিন জাহেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মহানগর পর্যায়ের চ্যাম্পিয়ন চট্টগ্রাম কলেজ এবং ১৫টি উপজেলার চ্যাম্পিয়ন দল নিয়ে আগামী জুলাই মাসে এই পলোগ্রাউন্ড মাঠেই মূল পর্বের খেলা শুরু হবে।