বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কাল 

চট্টগ্রাম জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে, ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক পৃষ্ঠপোষকতায় এবং জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট বুধবার (২১ জুন) থেকে রেলওয়ে পলোগ্রাউন্ডে শুরু হচ্ছে।

বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।  উদ্বোধনী খেলায় সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ ও সরকারি সিটি কলেজ মুখোমুখি হবে।  একই দিন বিকেল ৫টায় অপর খেলায় চট্টগ্রাম কলেজ ও সরকারি কমার্স কলেজ প্রতিদ্বন্দ্বিতা করবে।

বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে বুধবারের (২১ জুন) ২টি খেলার জয়ী দল একই মাঠে ফাইনালে মুখোমুখি হবে।  খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন প্রধান অতিথি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।