‘বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করছেন না চবি উপাচার্য’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের কথা বললেও সেটার বাস্তবায়ন করছে না বলে মন্তব্য করেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ।

রবিবার (২৭ আগস্ট) চবির সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের হলুদ দলের আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য আইন তৈরি করেছিলেন যা ৭৩ এর অধ্যাদেশ নামে পরিচিত। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৭৩ এর অধ্যাদেশ অনুসারে পরিচালনা করার কথা ছিলো। কিন্তু আমাদের উপাচার্য বিভিন্ন সভা, সেমিনারে বঙ্গবন্ধুকে নিয়ে অনেক বড় বড় ভাষণ এবং তার আদর্শ বাস্তবায়নের কথা বললেও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করছেন না তিনি নিজেই।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্ষদে নির্বাচনের বিষয়টি তুলে ধরে অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য বিভিন্ন পর্ষদের নির্বাচন দেওয়ার নিয়ম আছে। তবে সেটা থাকলেও উপাচার্য সেগুলোর বাস্তবায়ন করছেন না। এটা বঙ্গবন্ধুর আর্দশের বিপরীত।’

বঙ্গবন্ধুর আর্দশের বাস্তবায়নের প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘কথা ও কাজের মিল না থাকলে বঙ্গবন্ধুর আর্দশের বাস্তবায়ন সম্ভব না।’

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাসবিদ ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষাবিদ ও চবি কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. খসরুল আলম কুদ্দুসী। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী, জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মাহবুবুর রহমান, চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আব্দুল হক প্রমুখ।