ফ্রিজ থেকে শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগান থানাধীন সেন্ট্রাল রোডের একটি বাসা থেকে এক শিশু গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।  হত্যার পর বাসার গৃহকর্ত্রী সাথী পারভীন পালিয়ে গেছেন।

শনিবার (২৬ আগস্ট) সকালে খবর পেয়ে সেন্ট্রাল রোডের ভূতের গলির ৭৭ নম্বর বাসার ২য় তলার একটি ফ্ল্যাটে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।  পরে পুলিশ ও সিআইডি বিভিন্ন আলামত সংগ্রহ শেষে বিকেলে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) বিজন দাস জানান, ধানমন্ডির সেন্ট্রাল রোডের ভূতের গলির ৭৭ নম্বর বাসার দ্বিতীয় তলায় একটি ফ্ল্যাটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ৮ বছরের গৃহকর্মীকে।  তার শরীরে আঘাতের চিহ্নও রয়েছে।  ধারনা করা হচ্ছে, নির্যাতন করে হত্যা করা হয়েছে তাকে।  বাসার তালা ভেঙে শিশু গৃহকর্মীর মরদেহ ফ্রিজ থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ডিএমপির কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম রাতে বলেন, শিশুটি নির্যাতনের কারণে মারা গেছে।  তার গায়ে আগে এবং বর্তমানে নির্যাতনের চিহ্ন আছে।  আমরা নিশ্চিত হয়ে বলতে পারি, মেয়েটি নির্যাতনের কারণে মারা গেছে।

বাড়িটির কেয়ারটেকার মো. মফিজুর রহমান জানান, আনুমানিক দুই বছরেরও বেশি সময় ধরে শিশুটি ওই বাসায় কাজ করে আসছে।  সাথীর শিশু সন্তানকে দেখাশুনা করতো ওই শিশু গৃহকর্মী।  কিন্তু তুচ্ছ বিষয়ে প্রায়ই মেয়েটিকে মারধর করতেন সাথী।  সাথী তালাকপ্রাপ্তা।  শুক্রবার (২৫ আগস্ট) সকালে সাথী তার সন্তানকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়।  এরপর আর বাসায় ফেরেনি।

শনিবার দুপুরে কলাবাগান থানা পুলিশ ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করলেও সন্ধ্যা পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হতে পারেনি।