নির্বাক চলচ্চিত্রের যুগে সেই ১৯২১ সালে কলকাতায় নির্মিত হয়েছিল ‘বেহুলা’। সেদিন কলকাতার নামী থিয়েটার সংস্থা ম্যাডান থিয়েটার্স নির্মাণ করেছিল ছবিটি। আর ছবিটিতে বেহুলার চরিত্রে অভিনয় করেছিলেন সেকালের অ্যাংলো–ইন্ডিয়ান নায়িকা পেসেন্স কুপার।
সেই বেহুলা একসময় ফ্রান্সে চলে যান। তারপর একদিন হারিয়েও যান। খোঁজও মিলছিল না তার। অবশেষে ভারতীয় চলচ্চিত্র নির্মাতারা খোঁজ পান বেহুলার। এর আগে ফ্রান্সে গিয়ে ‘বেহুলা’র ঠাঁই হয় সেখানকার একটি নামী সংগ্রহশালায়।
এবার উদ্ধার হওয়া নির্বাক ছবি ‘বেহুলা’ ফ্রান্স থেকে এনে মুম্বাইয়ে প্রদর্শনের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ৪ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে ভারতের সপ্তম ফিল্ম প্রিজারভেশন ওয়ার্কশপ। সেই ওয়ার্কশপেই ‘বেহুলা’ প্রদর্শিত হবে মুম্বাইয়ের রিগ্যাল প্রেক্ষাগৃহে।
উদ্যোক্তাদের একজন সাংবাদিকদের বলেন, ‘আমরা পেসেন্স কুপারের সেই নির্বাক ছবি বেহুলাকে এবার হাজির করছি সুদূর ফ্রান্সের সংগ্রহশালা থেকে মুম্বাইয়ের প্রেক্ষাগৃহে।’
বেহুলার শুটিং হয়েছিল কলকাতায়। আর এর নির্মাতা ও প্রযোজনা সংস্থা ছিল কলকাতার ম্যাডান থিয়েটার্স। পরিচালক ছিলেন ক্যামিলে লে গ্রাঁ। ‘বেহুলা’ অবশ্য পেসেন্স কুপারের প্রথম ছবি ছিল না। পেসেন্স কুপারের প্রথম ছবি ছিল ‘নল–দময়ন্তী’। এটি নির্মিত হয়েছিল ১৯২০ সালে।