ফেসবুক-হোয়াটসঅ্যাপে বিক্রি করত ভুয়া প্রশ্নপত্র, গ্রেফতার ৪

চট্টগ্রামে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৭)। গ্রেফতারকৃতরা হলেন- আহমেদ রেজা খান রিজভী (২০), মো. আরমান (২২), মো. রিফাত (২৩) এবং মোহাম্মদ রাসেল তালুকদার (২২)। এসময় তাদের কাছ থেকে মোবাইল ও প্রশ্নপত্র ফাঁসের আলামত জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে নগরীর বাকলিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা কার হয়েছে বলে জানায় র‌্যাব।

গত বুধবার ( ১০ মে)  দিবাগত রাতে নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব। চলমান এসএসসির চারটি পরীক্ষায় তারা ভুয়া প্রশ্নপত্র ফাঁসের নামে এই প্রতারণা করেছে বলে জানতে পেরেছে র‌্যাব। তবে প্রকৃতপক্ষে তারা কোন প্রশ্নপত্র ফাঁস করতে পারেনি। পুরনো প্রশ্নপত্র এবং সাজেশন মিলিয়ে তারা নিজেরাই ভুয়া প্রশ্নপত্র তৈরি করে প্রতারণার মাধ্যমে টাকা আদায় করে আসছিল।

র‌্যাব সূত্রে জানা যায়, ধৃত চারজন নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান ছাত্র। চকবাজার কেন্দ্রিক কিশোর গ্যাংয়ের সঙ্গেও তাদের সম্পৃক্ততা রয়েছে। তাদের মূল হোতা আহমেদ রেজা খান রিজভী। ‘প্রিন্স ব’ নামে একটি ফেসবুক আইডি থেকে প্রকাশ্যে প্রশ্নপত্র বিক্রি করে যাচ্ছিল রিজভী। সেখানে তিনটি পারসোনাল বিকাশ নাম্বারও দেওয়া ছিল। বিকাশের মাধ্যমে তারা টাকা আদায় করতো। ৯ মে গণিত পরীক্ষার পর থেকে ওই ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভ করে মোবাইল নম্বরগুলো বন্ধ করে দেয়া হয়। গ্রেফতার চারজনের কাছ থেকে জব্দ করা মোবাইলে ভূয়া প্রশ্নপত্র বিক্রির প্রমাণ পাওয়া গেছে।

জানা যায়, আটককৃতরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। এরা চলমান এসএসসি পরীক্ষার ভুয়া, অনুমান নির্ভর প্রশ্নপত্র তৈরি করে তা চলমান এসএসসি পরীক্ষার রুটিন অনুযায়ী তারিখ বসিয়ে সেগুলো ফেসবুক-হোয়াটস অ্যাপের মাধ্যমে পরীক্ষার্থী কিংবা তাদের অভিভাবকের কাছে টাকার বিনিময়ে সরবরাহ করে আসছিল। মূলত পরীক্ষায় প্রশ্ন কমনের কথা বলে ও সুযোগ কাজে লাগিয়ে অর্থ আত্মসাতের অপচেষ্টা লিপ্ত ছিল তারা।