ফুটবল একাডেমি করতে আগ্রহী আর্জেন্টাইন ক্লাব ‘অ্যাটলেটিকো রিভারপ্লেট’

বাংলাদেশে ফুটবল একাডেমি করতে চায় আর্জেন্টিনার অন্যতম ক্লাব অ্যাটলেটিকো রিভারপ্লেট।  সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর এক হোটেলে বাংলাদেশের শীর্ষ চার ক্লাবের প্রতিনিধির সাথে মতবিনিময় করেন ক্লাবের জাতীয় ও আন্তর্জাতিক ফুটবল কমিটির সভাপতি সেবাস্তিয়ান পেরেজ এসকোবার।  সেখানেই  ফুটবল একাডেমি করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি।  মতবিনিময় সভায়  বসুন্ধরা কিংস, আবাহনী, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে সেবাস্তিয়ান পেরেজ এসকোবার সাংবাদিকদের বলেন, আমরা জানি বাংলাদেশ ফুটবলপাগল জাতি।  শুধু তাই নয়, বাংলাদেশে অনেক আর্জেন্টিনা সমর্থক রয়েছে এবং সে কারণেই মূলত আমরা এখানে এসেছি।  অবশ্যই আমরা এখানে একাডেমি খুলতে চাই।  বাংলাদেশের ছোটদের ফুটবল শেখাতে চাই। এ ব্যাপারেই আমরা নজর দিচ্ছি।  ক্লাবগুলোর সঙ্গে দারুণ আলোচনা হয়েছে।  এখানে ফুটবল যেভাবে দেখা হয়, ফুটবলের প্রতি এখানকার মানুষের যে অনুভূতি, সেটা আমাদের মতোই। তাই ভাবলাম, ওই অনুভূতিটা আমরা ভাগাভাগি করি। এখানে শিশুদের ফুটবল শেখানো সম্ভব হলে দারুণ হবে। ’

আবাহনীর ডাইরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ সেবাস্তিয়ানের সঙ্গে মতবিনিময় শেষে বলেন, ‘আর্জেন্টাইন ক্লাবটির সঙ্গে আলোচনা করতে পেরে আমরা আনন্দিত।  আর্জেন্টিনা থেকে রিভারপ্লেট ক্লাব এখানে এসেছে। আমাদের সাথে মতবিনিময় করেছে।  আলোচনা করে একাডেমি করতে চাইছে, আগ্রহ দেখিয়েছে। ভবিষ্যতে তারা চায় বাংলাদেশ থেকে যেন কোচ ও খেলোয়াড় পাঠাতে পারি।  আমরাও আগ্রহ প্রকাশ করেছি।  তারা এখন প্রস্তাব পাঠাবে।  তখন আমরা গুরুত্বের সঙ্গে দেখবো।’

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের স্থায়ী সদস্য ইমতিয়াজ সুলতান জনি বলেন, ‘আসলে টোটাল ফুটবলের জন্য একাডেমি দরকার।  একাডেমির যে কথাটা বলেছে, ওরা সেটা ৬ বছরের ফুটবলার থেকে শুরু করবে।  যেটা আমাদের এখানে অভাব আছে।  ওরা বলেছে চিন্তা করতে।  আমরা চিন্তাভাবনা করবো।  এখন যদি ৬-৭ বছর থেকে টেকনিক শেখার উপায় পাওয়া যায় তাহলে নিঃসন্দেহে এটা অনেক ভালো বেসিক শেখা হবে।’

গত কাতার বিশ্বকাপের পর থেকেই ফুটবল ঘিরে সম্পর্কের উন্নতি হতে শুরু করেছে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে।  সে ধারাবাহিকতায় তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া দেশটি বাংলাদেশে আজই (২৭ ফেব্রুয়ারি) দূতাবাস উদ্বোধন করেছে।  ফুটবল উন্নয়নে দুই দেশ চার বছরের জন্য একটি চুক্তিও করতে যাচ্ছে।