ফিরে আসবে ৯২, নাকি প্রতিশোধ

টি-২০ বিশ্বকাপের পর্দা নামছে আগামীকাল।  রোববার (১৩ নভেম্বর) ফাইনালে মুখোমুখি ইংল্যান্ড-পাকিস্তান।  মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ২ টায় শুরু হবে ম্যাচটি।  ফাইনাল ম্যাচকে স্মরণীয় করে রাখতে ম্যাচের আগে মিউজিক্যাল শো ও আতশবাজি প্রদর্শনের আয়োজন করেছে আয়োজকরা।  তবে এই সবকিছুই পণ্ড করে দিতে পারে বৃষ্টি।

ফাইনালের দুই দল পাকিস্তান-ইংল্যান্ড অবশ্য বৃষ্টি ভাবনাকে মাথায় রাখতে চান না, দুই দলই জানিয়েছে, নতুন ম্যাচে লক্ষ্য একটাই, শিরোপা জেতা।  ফাইনাল ম্যাচের আগে একটি কথায় ঘুরেফিরে আসছে বারবার, সেটি হলো  এমসিজিতে ১৯৯২ সাল কি ফিরে আসবে, নাকি ৩০ বছর পর সে ম্যাচের প্রতিশোধ নেবে ইংল্যান্ড।

পুনরাবৃত্তি ঘটাতে চান বাবর আজম
ফাইনালে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, ‘আমরা ট্রফিটা জেতার চেষ্টা করব আর এই দলটার অধিনায়কত্ব করাও গর্বের।  ইনশাআল্লাহ আগামীকালের ম্যাচে আমরা নিজেদের শতভাগ উজাড় করে দেব।’

শুরুটা খারাপ হলেও পাকিস্তান যোগ্য দল হিসেবেই ফাইনালে ওঠেছে মনে করেন বাবর আজম।  তিনি আরও বলেন, ‘প্রথম দুই ম্যাচ হারের পর মাশুল দিতে হয়েছিল দলকে।  তবে শেষ চার ম্যাচে দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটা সত্যিই অসাধারণ।  আমরা ভালো ক্রিকেট খেলেছি।  ফাইনালেও তা ধরে রাখার চেষ্টা করব।’

চলমান টি-২০ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের সন্নিকটে গিয়েছিল পাকিস্তান।  তবে ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপের ফাইনালে এখন পাকিস্তান।  ইমরান খানের নেতৃত্বে ১৯৯২ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় পাকিস্তান।  সেই বিশ্বকাপের ফাইনালে ২২ রানে ইংল্যান্ডকে হারায় পাকিস্তান।  এবারের ফাইনালেও ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে চান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

নতুন শুরু চান বাটলার
অপরদিকে টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে উড়িয়ে দিয়ে ফাইনালে পা রাখে ইংল্যান্ড।  ভারতের মতো দলের বিপক্ষে দাপুটে জয়ে বেশ আত্মবিশ্বাসী ইংল্যান্ড।  তবে সেই ম্যাচের জয়ে নিয়ে অতিরিক্ত আত্নতুষ্টিতে ভুগতে চান না জস বাটলার।  পাকিস্তানের বিপক্ষে নতুন শুরু করতে চান বাটলার।

ফাইনালে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের অধিনায়ক বলেন, ‘ভারতের বিপক্ষের ম্যাচের পারফরম্যান্স আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে।  তবে এটা ভেবে বসে থাকলে চলবে না।  কালকে (ফাইনালে) আমরা একটি কঠিন প্রতিপক্ষের বিপক্ষে নতুন করে শুরু করবো।  যখন আপনি শিরোপার জন্য লড়াই করবেন তখন বুঝতে হবে কোনো কিছুই সহজ হবে না।  সুতরাং আমরা তাদের ওপর ও আমাদের ওপরই শুধু ফোকাস করবো।’

২০১৯ সালের বিশ্বকাপের পর আরও এক বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড।  আর তা নিয়ে বেশ উচ্ছ্বসিত ইংল্যান্ড দল। বাটলার আরও বলেন, ‘সত্যি বলতে বিশ্বকাপের ফাইনালে খেলার সুযোগ পাওয়াটা অনেক সম্মানের।  আমাদের পুরো দলই ফাইনাল নিয়ে বেশ উচ্ছ্বসিত।  ড্রেসিং রুমের পরিবেশটা বেশ চনমনে।’

বৃষ্টির শঙ্কা
এদিকে অস্ট্রেলিয়ার আবহাওয়া বিভাগ জানাচ্ছে, রোববার ফাইনালের দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  শুধু তাই নয় ফাইনালের জন্য রাখা রিজার্ভ ডে অর্থাৎ ১৪ নভেম্বরও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।  ফাইনালের ফলাফল বের করে আনতে প্রতি ইনিংসে কমপক্ষে খেলা সম্পন্ন করতে হবে ১০ ওভার।

আর তাই ফাইনালের টস টাইমও এগিয়ে এনেছে আয়োজকরা।  সাধারণত খেলা শুরুর ৩০ মিনিট আগে অনুষ্ঠিত হয় টস।  তবে ফাইনালে টস অনুষ্ঠিত হবে ৮ মিনিট আগে।  অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর ১টা ২২ মিনিটে হবে ফাইনালের টস।

তবে যদি ফাইনালের দিন এবং রিজার্ভ ডেতে বৃষ্টির কারণে খেলা মাঠে না গড়ায়।  যদি দুই দিন মিলিয়েও প্রতি ইনিংসে ১০ কমপক্ষে ওভার খেলা সম্পন্ন না করা যায় তাহলে ফাইনালের দু’দল ইংল্যান্ড ও পাকিস্তানকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।