চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজার এলাকায় দোকানের তালা ভেঙে চুরির ঘটনায় মোহাম্মদ আমির হোসেন (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার মোহাম্মদ আমির হোসেন খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার নামারপাড়া এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে।
বুধবার (১০ মে) নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, গত ৮ মে ফিরিঙ্গি বাজার চেয়ারম্যান ঘাট এ বি দাস লেনে একটি ফার্নিচারের দোকানের তালা ভেঙে ৩টি মেশিন চুরির ঘটনা ঘটে। পরদিন সকালে দোকানের মালিক এসে দেখে দোকানের তালা ভাঙা এবং মেশিনগুলো নেই। তাৎক্ষণিক থানায় অভিযোগ করেন। গতকাল বুধবার নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মেশিনসহ মোহাম্মদ আমির হোসেনকে গ্রেফতার করা হয়।