ফরিদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠা কালীন সদস্য ও সাবেক সভাপতি মরহুম এডভোকেট শামসুদ্দিন মোল্লার ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়
আজ বুধবার রাতে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে মরহুমের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন শামসুদ্দিন মোল্লার ছেলে ফরিদপুর প্রেসক্লাবের সদস্য জুবায়ের জাকির, কে এম কামরুজ্জামান কাফি, শামসুদ্দিন মোল্লার নাতনি লায়লা খন্দকার, বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন ।
অনুষ্ঠানের মরহুম শামসুদ্দিন মোল্লার জীবন ও কর্ম তুলে ধরে আলোচনা করা হয়। বক্তারা বলেন
তিনি শুধু একজন ভালো রাজনৈতিক ব্যক্তিত্বই ছিলেন না একজন ভালো মানুষ ছিলেন । আমি সারা জীবন সাধারণ মানুষের জন্য কাজ করেছেন।
অনুষ্ঠানের আগে তার রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী। এ সময় মরহুমের পরিবারের সদস্যবৃন্দ এবং ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।