নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার ভুইগড়ে ঢাকা-নারায়ণগঞ্জের মহাসড়কে নাশকতার অভিযোগে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে প্রধান আসামি করে ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো অনেককে আসামি করে মামলা করেছে পুলিশ।
সোমবার (৩০ অক্টোবর) ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বাপ্পী সরদার এ মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া।
মামলা সূত্রে জানা গেছে, বিএনপির সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রোববার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের ভূইগড়ে ককটেল বিস্ফোরণ, সড়কে প্রতিবন্ধকতা, অগ্নিসংযোগ করে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির নেতাকর্মীরা।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া জানান, রুহুল কবির রিজভীসহ ২৭ জনের নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাত অনেককে আসামি করা হয়েছে।