চট্টগ্রামের ফটিকছড়ির হারুয়ালছড়িতে মাশরুম খেয়ে একই পরিবারের সাত সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল রবিবার রাত ১০ টার দিকে হারুয়ালছড়ি ইউপির ৫নং ওয়ার্ডের মুন্সি বাপের বাড়ীতে এই ঘটনায় ঘটে।
অসুস্থরা হলেন- মোঃ ইয়াকুব (৫০), বিবি হাজেরা (২০), মো. জিহাদ (১৭), মো. রিফাত (১৯), সনজু বেগম (৪২), মুহাম্মদ রিজোয়ান (২৪), মো. ইউসুফ (৫০)।
জানা যায়, ঘটনার দিন তাদের বাসায় তরকারী হিসেবে মাশরুম রান্না করা হয়। রাতে রান্না করা মাশরুম খাওয়ার পরপরই সবাই অসুস্থ হয়ে পড়ে। পরে প্রতিবেশীদের সহায়তায় হাসপাতালে তাদের হাসপাতালে নিলে মানসিক ভারসাম্যহীন হয়ে কথাবার্তা বলতে দেখা যায় ।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুদ্দিন সৌরভ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা মাশরুম খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবী করছেন। আমরা প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চমেক হাসপাতালে প্রেরণ করেছি।