রাজধানীর ফকিরাপুল মোড়ে ট্রাকের ধাক্কায় নাঈম (১৯) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। এই ঘটনা আহত হয়েছে ওয়াসিম (২৮) নামে আরেক ব্যক্তি।
রোববার (৯ জুলাই) এই তথ্য নিশ্চিত করেন পুলিশ। এর আগে শনিবার (৮ জুলাই) দিনগত রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নাঈমের।
ময়মনসিংহ সদর উপজেলার চর ভাটিয়াপাড়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে নাঈম। তিনি মুগদা পূর্ব মানিকনগর বালুর মাঠ এলাকায় থাকতেন। মুরগি বহনকারী ব্যাটারিচালিত ভ্যান চালাতেন নাঈম।
এ বিষয়ে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আকরামুল ইসলাম জানান, রাতে কাপ্তান বাজার থেকে ভ্যানে মুরগি নিয়ে মগবাজারের দিকে যাচ্ছিলেন নাঈম। ভ্যানটিতে বসা ছিলেন মুরগি ব্যবসায়ী ওয়াসিম। ফকিরাপুল মোড়ে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ভ্যানটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নাঈমের।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহত ওয়াসিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা এখন শঙ্কামুক্ত। ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করা হয়েছে।
এমএইচএফ