প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষকদের করণীয় শীর্ষক অরিয়েন্টেশন

ইপসা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প

ইপসা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের উদ্যোগে নগরীর এশিয়ান এস আর হোটেলে মঙ্গলবার (২২ অক্টোবর) প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় স্কুল শিক্ষকদের করণীয় শীর্ষক অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

আয়োজনে অংশগ্রহণ করেন পোস্তারপাড় আসমা খাতুন সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়, পাহাড়তলি গার্লস স্কুল এন্ড কলেজ, পোস্তারপাড় আসমা খাতুন সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, পাঠানটুলি সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়, রহমানিয়া উচ্চ বিদ্যালয় এবং হোসেন আহমেদ চৌধুরী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ।

পরিবেশ সুরক্ষায় শিক্ষক-শিক্ষিকার ভূমিকা শীর্ষক উক্ত আয়োজনে প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন সাধন, প্লাস্টিক ও পলিথিন বর্জ্য ব্যবস্থাপনায় ৩জ তথা রিডিউজ, রিইউজ, রিসাইকেল সর্ম্পকে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ধারণা প্রদানে শিক্ষক-শিক্ষিকাদের করনীয় দিক সম্পর্কে আলোচনা করা হয়।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

এ সময় তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীগণই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের দৈনন্দিন জীবনে পঁচনশীল ও অপঁচনশীল বর্জ্য পৃথকভাবে ফেলার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে দেশ ও জাতি একটি সুন্দর আগামী পেতে পারে। এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা সর্বাধিক।

উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন ইপসা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার অপূর্ব দেব, বিডিসি মো. জসিম উদ্দিন ও শাখাওয়াত ইসলাম সুমন, ক্যাম্পেইন এন্ড এডভোকেসি কো-অর্ডিনেটর ফারাহ আমিনা খাতুন, সেতার রুদ্র, মাহাবুব আলম সুমন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।