প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে শুরু হবে। দু’দিনব্যাপী এ প্রতিযোগিতার প্রথম দিনে বিভিন্ন ইভেন্টের অনুশীলন অনুষ্ঠিত হবে। পরদিন ২৮ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ৮টায় প্লে-গ্রুপ থেকে এ’লেভেল পর্যন্ত সকল ইভেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা শুরু হবে। এতে প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন চট্টগ্রামের পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়।