বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে চ্যাম্পিয়ন ও রানার্স আপ নির্ধারিত হয়েছে তিন রাউন্ড আগেই। শনিবার (১৫ জুলাই) ১৯তম রাউন্ড শেষে দ্বিতীয় অবনমন দলও নিশ্চিত হয়েছে। পেশাদার ফুটবল লিগ থেকে প্রথমবারের মতো অবনমিত হচ্ছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ১৯ ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদের ১৫ পয়েন্ট।
সমান ম্যাচে রহমতগঞ্জের ১৯ এবং চট্টগ্রাম আবাহনীর ২১ পয়েন্ট। শেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ হারলে এবং মুক্তিযোদ্ধা জিতলেও কোনো পরিবর্তন হবে না অবস্থানের।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে টিকে থাকতে হলে শনিবার মুক্তিযোদ্ধা সংসদের পয়েন্ট পাওয়ার বিকল্প ছিল না। উত্তরা আজমপুরের অবনমন আগেই নিশ্চিত হয়েছে। দ্বিতীয় অবনমন এড়ানোর জন্য লড়ছিল মুক্তিযোদ্ধা, রহমতগঞ্জ এবং চট্টগ্রাম আবাহনী।
শনিবার চট্টগ্রাম আবাহনী ২-১ গোলে মুক্তিযোদ্ধাকে হারানোয় এবং রহমতগঞ্জ-শেখ রাসেল ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় মুক্তিযোদ্ধার প্রিমিয়ার লিগের অধ্যায় সমাপ্ত হয়েছে।