প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীর আত্মহত্যা, সহপাঠীদের মানববন্ধন

প্রিমিয়ার ইউনিভার্সিটির ৪০তম ব্যাচের শিক্ষার্থী ফারহানা ইয়াসমিন রূপাকে আত্মহত্যায় বাধ্য করে খুন করার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তার সহপাঠীরা।

বুধবার সকাল ১০টায় নগরীর দামপাড়া ওয়াসার মোড় প্রিমিয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাসের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, যৌতুকের দাবিতে নির্যাতনে আত্মহত্যা করতে বাধ্য হন গৃহবধূ ফারহানা ইয়াসমিন রূপা। আত্মহত্যার আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি যদি সুইসাইড করি বা আমার কোন কিছু হয় এর জন্য দায়ি আমার শাশুড়ি’।

স্ট্যাটাসে আরও লিখেছেন, ‘উনি (শাশুড়ি) আমাকে মেন্টালি প্রেসার ক্রিয়েট করতেছে এটা করার জন্য’।

২৮ সেপ্টেম্বর বিকেল ৫টায় শুলকবহর এশিয়ান হাউজিং সোসাইটির জাকির ম্যানশনের ২য় তলায় একটি কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন রূপা।

তাকে আত্মহত্যায় বাধ্য করার দায়ে ২৯ সেপ্টেম্বর দুপুরে পাঁচলাইশ মডেল থানায় স্বামী মারুফ মোহাম্মদ নাজবুল আলম (৩৮), ছাবেরা বেগম (৫৬), বেবি আক্তার (৪৫) ও ফরিদা বেগম (৪৩) এর বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও আসামিরা গ্রেপ্তার হয়নি।
বক্তারা দ্রুত আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।