দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। কত শতাংশ ভোট পড়েছে তা এখনো নিশ্চিত না। তবে প্রাথমিকভাবে ৪০ শতাংশ ভোট কাস্টিং হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ রোববার বিকেলে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। সকাল ৮টা থেকে শুরু হয়ে নিরবচ্ছিন্ন এই ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। চলছে ভোট গণনা। কেন্দ্রভিত্তিক ফল প্রকাশ শুরু। সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘বেশ কয়েকটি কেন্দ্র পর্যবেক্ষণ করেছি। সকালে অবস্থা শান্তিপূর্ণ ছিল। গুরুতর ঘটনা ঘটেনি। আর যেসব ঘটনা ঘটেছে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে।’ ইসি বলেন, ’দৃশ্যমানতা ও স্বচ্ছতার মাধ্যমে নির্বাচন সুষ্ঠু হয়েছে। যতটা সহিংসতার আশঙ্কা হয়েছিলো, তা হয়নি। দলীয় সকারের অধীনে ভোট করা কিছুটা চ্যালেঞ্জ থাকে। তবে সরকারের কাছ থেকে সহযোগিতা পাওয়ায় যৌথ প্রচেষ্টায় নির্বাচন সুষ্ঠু হয়েছে।’ এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ’নির্বাচন সার্বিকভাবে গ্রহণযোগ্য হয়েছে কিনা সেটি চূড়ান্ত ফল প্রকাশের পর বলা যাবে। আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য কিনা, সেটি গণমাধ্যমসহ সার্বিক মূল্যায়নের পরই বলা যাবে।’ সিইসি জানান, নির্বাচনী সহিংসতায় কোন মৃত্যূ হয়নি। আর যেসব ঘটেছে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে বলে জানান ইসি। তবে, ২ জন নির্বাচনী কর্মর্কতা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। কাজী হাবিবুল আউয়াল বলেন, প্রশাসনের আচরণে কোন পক্ষপাতিত্ব দেখা যায়নি। যেখানে অভিযোগ ছিলো, ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব জাল ভোট পড়েছে, সেগুলো বাদ দেয়া হবে বলে জানান সিইসি।