প্রাথমিক বিদ্যালয়ে ওয়াটার ফিল্টার প্ল্যান্ট স্থাপন করলেন যুবলীগ নেতা দেবু

যুবলীগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মানবিক সেবা কার্যক্রমের অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে ওয়াটার ফিল্টার প্ল্যান্ট স্থাপন করেছেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) নগগরীর পশ্চিম মাদারবাড়ি সরকারি প্রাথমিক বালক বিদ্যালয়ে ওয়াটার ফিল্টার প্ল্যান্ট স্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ২৯নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড কাউন্সির গোলাম মোহাম্মদ জুবায়ের, নগর যুবলীগ নেতা আবদুল হাই, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলী বড়ুয়া, শিক্ষক নাসিমা বেগম, মোঃ মাসুদ, নগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু, ইমতিয়াজ আহমেদ বাবলা, রাশেদ চৌধুরী, রাশেদ জোবায়ের, মন্জু, মাসুদ, রাহাত, সরোয়ার হোসেন, মারুফুল ইসলাম, সাজিবুল ইসলাম সজীব, সম্রাট, আরমান, ইফতেখার উদ্দীন ইফতি, আবিদ হাসান, রবিউল হোসেন রিফাত, রনি, ফয়সাল প্রমুখ।