প্রাথমিকের শিক্ষার্থীদের নিয়ে আমরা কলাপাড়াবাসী”র পরিবেশ বিষয়ক আড্ডা

আমরা কলাপাড়াবাসী উপকূলীয় স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে মঙলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশ বিষয়ক আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ৭ জুলাই ২০২৪ রোজ রবিবার স্কুল অডিটোরিয়ামে পরিবেশ বিষয়ক আড্ডাতে ছয়টি টিমের শতাধিক শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে এবং বিভিন্ন প্রতিযোগিতা হয়, এতে কুইজ, গান, নাটিকা, উপস্থাপন সহ নানা ইভেন্টে অংশ নেয় এ শিক্ষার্থীরা।
পরিবেশ বিষয়ক আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটারকিপার্স বাংলাদেশ ও আন্ধারমানিক রিভারকিপার্সের সমন্বয়ক মেজবাহ উদ্দিন মাননু, আড্ডায় সভাপতিত্ব করেন মঙলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সাকিব খান (কনা)।
পরিবেশ আড্ডার সেশন পরিচালনা করেন আমরা কলাপাড়াবাসী সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব।
এ ছাড়াও উপস্থিত ছিলেন আমরা কলাপাড়াবাসী সংগঠনের তথ্য ও প্রযুক্তি সম্পাদক রেদোয়ান ইসলাম, সদস্য আবু তালহা সাজিদ, সদস্য অহিদুজ্জামান প্রমুখ।
পরিবেশ বিষয়ক আড্ডায় শিক্ষার্থীদের সাথে নানান বিষয়ে গল্প করেন আমরা কলাপাড়াবাসী সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম।
আড্ডায় জলবায়ু পরিবর্তন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরে। অনুষ্ঠানের প্রধান অতিথি মেজবাহ উদ্দিন মাননু বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলের মানুষ আজ হুমকির মুখে। প্রতিনিয়ত নানা দূর্যোগের ঘনঘটা হচ্ছে শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের কারণে।এ ধরনের শিক্ষামূলক আয়োজন বাচ্চাদের পরিবেশ সম্পর্কে ইতিবাচক মনোভাব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।