প্রাণ বাচাতে ১০০ পরিবার আশ্রয় কেন্দ্রে

চট্টগ্রামের পাহাড়ি এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে জেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ পাহাড়ে অভিযান পরিচালনা করেছে । এ পর্যন্ত ১০০ পরিবারকে আশ্রয়কেন্দ্রে নিয়েছে জেলা প্রশাসন ।

আজ সকাল থেকে আকবরশাহ এলাকার বিজয় নগর ও ঝিল ১, ২, ৩, বেলতলীঘোনা, টাংকির পাহাড়, মতিঝর্ণা, ষোলশহর ও পোড়াকলোনীসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড়গুলোতে অভিযান চালানো হয়।

কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক জানান, চট্টগ্রামে সকাল থেকেই টানা বৃষ্টিপাত হচ্ছে।মানুষের জানমাল ক্ষতিগ্রস্থ হওয়া থেকে বাচাঁতে জেলা প্রশাসকের নির্দেশে মাইকিং করা হয়েছে। এ নির্দেশনায় ঝুঁকিপূর্ণ স্থানের বাসিন্দাদের ঐ স্থান থেকে সরে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জানান , পাহাড়ী মানুষের প্রাণ বাঁচাতে কাজ করছি। সকলকে সচেতন করার লক্ষে জেলা প্রশাসনের টিম কাজ করছে। ঝুঁকিপূর্ণ পাহাড়গুলো থেকে ১০০ পরিবারকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। তাদের জন্যে শুকনো খাবার থেকে শুরু করে প্রতিবেলায় খাবারের ব্যবস্থা করেছি।