প্রাইভেট পড়িয়ে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন ‘এ’ প্লাস পেয়েছে সুমাইয়া। সুমাইয়ার বাবা আব্দুল বারেক ২০২০ সালে হৃদরোগ ক্রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। আব্দুল বারেক জীবিতদশায় থাকাবস্থায় শহরে সব্জি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। সুমাইয়ার বাবা মারা যাবার পর থেকে দরিদ্র এ পরিবারের হাল ধরেন তার মা সাজেরা বেগম।
সাংসারিক ও ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ যোগাতে সাজেরা বেগম অন্যের বাসা বাড়িতে কাজ করেন। পরিবারে ৪ ভাই-বোনের মধ্যে সুমাইয়া দ্বিতীয়। সুমাইয়া লেখাপড়ার পাশাপাশি নিজের খরচ চালাতে প্রাইভেট পড়াতেন। সে মৌলভীবাজার সরকারি কলেজের ব্যবসা শাখা থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এ সাফল্য অর্জন করে। সে শহরের আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন ‘এ’ প্লাস পেয়ে ২০২১ সালে ও এসএসসি পাস করে সুনাম অর্জন করেন।
সুমাইয়ার পরিবার দীর্ঘ ২৫ বছর যাবৎ মৌলভীবাজারে বসবাস করেন। তার দাদার বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। বর্তমানে তারা মৌলভীবাজার পৌর শহরের ধরকাপন এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
সুমাইয়া বলেন, মা ও শিক্ষকদের উৎসাহ উদ্দীপনায় শত বাধা উপেক্ষা করে আমি এ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছি। লেখাপড়া করে আমি চার্টার্ড একাউন্ট্যান্ট হতে চাই অদূর ভবিষ্যতে। সুমাইয়া সকলের নিকট দোয়া চেয়ে প্রার্থনা করেন আগামীদিনেও যেন ভাল কিছু বয়ে আনতে পারি।