প্রস্তাব না মানলে সিদ্ধান্ত নেবে রুশ সেনাবাহিনী

ইউক্রেনকে রাশিয়ার আল্টিমেটাম

যুদ্ধ বন্ধে আলোচনার ব্যাপারে পুতিনের আশাবাদ ব্যক্তের পর এবার ইউক্রেনকে সরাসরি আল্টিমেটাম দিল রাশিয়া।  দেশটি জানিয়েছে, প্রস্তাব না মানলে রুশ সেনাবাহিনীই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

সোমবার (২৬ ডিসেম্বর) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইউক্রেনের প্রতি এই আল্টিমেটাম দেন।

তিনি বলেন, বেসামরিকীকরণ ও নাৎসিবাদ থেকে বেরিয়ে আসতে রাশিয়ার প্রস্তাব কিয়েভ ভালো করেই জানে।  এই প্রস্তাব বাস্তবায়ন করার দায়িত্ব ইউক্রেন সরকারের। অন্যথায় রাশিয়ার সেনাবাহিনীই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

লাভরভ আরও বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বেসামরিকীকরণ ও নাৎসিবাদমুক্ত করতে প্রস্তাব দিয়েছি আমরা।’  এসব এলাকায় রাশিয়ার জন্য যা হুমকির, তা দূর করতেই এই পদক্ষেপ- মনে করেন তিনি।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের ভালোর জন্য ইউক্রেনকে প্রস্তাব মেনে নিতেই হবে।  তা না হলে এই ইস্যুতে রাশিয়ার সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে।

এর আগে বড়দিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, ইউক্রেন ইস্যুতে তিনি আলোচনার জন্য প্রস্তুত।  তবে পশ্চিমারা এতে সাড়া দেয়নি।

এরপর ওইদিনই ইউক্রেনের বেশ কয়েকটি শহরে বোমা ও রকেট হামলা চালায় রুশ বাহিনী।