প্রশ্নফাঁসের চেষ্টা হলেই শাস্তিমূলক ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

এবার অভিনব কায়দায় প্রশ্নফাঁসের চেষ্টা হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি জানান, প্রশ্নফাঁস বন্ধে আমরা অভিনব কৌশল গ্রহণ ও কঠোর মনিটরিং করছি।  এরপরও কেউ যদি গুজব ছড়ানো বা প্রশ্নফাঁসের চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর একটি এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, গত এসএসসি পরীক্ষার সবকিছু বিশ্লেষণ করে আমরা প্রশ্নফাঁস ঠেকানোর ব্যবস্থা নিয়েছি।  এটি কার্যকর থাকবে।  তারপরও কেউ যদি প্রশ্নফাঁসের চেষ্টা করেন, আমরা সবাই মিলে তা প্রতিরোধ করব।

মন্ত্রী বলেন, আশা করি, সারাদেশে শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ হবে।  কোনো ধরনের প্রশ্নফাঁসের গুজব ছাড়াই পরীক্ষাগুলো সম্পন্ন হবে।  এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

ভুয়া প্রশ্নের বিষয়ে তিনি বলেন, অপচেষ্টা থাকতেই পারে।  তবে কোনটাই সফল হয়নি এবং হবেও না।

তিনি জানান, বাইরে অভিভাবকদের প্রচণ্ড ভিড়।  অভিভাবকরা সন্তানদের ভেতরে ঢুকিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করছেন।  তাদের এত ভিড় যে বাকি পরীক্ষার্থীদের আসতে দেরি হচ্ছে।

আগামী বছরের পরীক্ষা এগিয়ে আনা হবে জানিয়ে তিনি বলেন, এবার আমরা চেষ্টা করেছিলাম জুলাই-আগস্টে পরীক্ষা নিতে।  কিন্তু বন্যার কারণে তা হয়নি।  এরপরের বছর আরো এগিয়ে আনার চেষ্টা করব।  আর আগামীতে যদি কোনো অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ হয়, তাহলে সে বোর্ডের পরীক্ষা সাময়িক বন্ধ রেখে অন্যগুলোর পরীক্ষা নেওয়া হবে।

এ বছর এইচএসসি পরীক্ষায় দেশের দুই হাজার ৬৪৯টি কেন্দ্রে ১২ লাখ তিন হাজার ৪০৭ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।  এরমধ্যে ছয় লাখ ২২ হাজার ৭৯৬ ছাত্র এবং পাঁচ লাখ ৮০ হাজার ৬১১ জন ছাত্রী।