প্রবাসীর স্ত্রী-শ্বাশুড়িকে ধর্ষণের হুমকি, দূতাবাসে অভিযোগ

চট্টগ্রামের বোয়ালখালীতে চাঁদা না পেয়ে এক প্রবাসীর স্ত্রী ও শ্বাশুড়িকে ধর্ষণের হুমকি দিয়ে ভয়েস ম্যাসেজ পাঠানোর অভিযোগ উঠেছে মো. জাহাঙ্গীর আলম নামের এক ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত জাহাঙ্গীর বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৫নং ওর্য়াডের ইউপি সদস্য।

এ ঘটনায় বোয়ালখালী থানা পুলিশের কোনো সহায়তা না পেয়ে ওই প্রবাসী আবুধাবীর বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে আইনী সহায়তা চেয়ে অভিযোগ দায়ের করেন।

এরই প্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন সোমবার দুপুরে তার কার্যালয়ে উভয় পক্ষের উপস্থিতিতে শুনানির মাধ্যমে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালখালী থানার অফিসার ইনচার্জকে নিদের্শনা দিয়েছেন।

আবুধাবীর বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে জেলা প্রশাসককে দেয়া অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৫ই জানুয়ারী ইউপি নির্বাচনে ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের প্রতিদ্বন্দ্বী প্রার্থী খোরশেদ আলমকে ভোট দেয়ার পাশাপাশি তার পক্ষে কাজ করায় বিজয়ী প্রার্থী জাহাঙ্গীর আলম ওই প্রবাসী ও তার পরিবারের উপর ক্ষীপ্ত হন। নির্বাচনের পর থেকে জাহাঙ্গীরসহ তার অনুসারীরা প্রবাসী ও তার পরিবারকে নানা হয়রানি নির্যাতনসহ বারবার চাঁদা দাবী করে আসছেন। বিষয়টি থানা পুলিশকে জানিয়েও কোন প্রতিকার পাননি প্রবাসী। এরই মধ্যে তিনি প্রবাসে কর্মস্থলে ফিরে যান। কিন্তু ইউপি সদস্য জাহাঙ্গীর থেমে থাকেননি, প্রবাসীর মুঠোফোনে কল দিয়ে চাঁদার টাকা দাবী অব্যাহত রেখে নানা রকম হুমকি দেন। চাঁদা না পেয়ে এক পর্যায়ে প্রবসীর স্ত্রী ও শ্বাশুড়িকে ধর্ষণের হুমকি দিয়ে প্রবাসীর মোবাইলের ইমুতে ভয়েস ম্যাসেজ পাঠান।

জেলা প্রশাসককে দেয়া অভিযোগের প্রেক্ষিতে, বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমবার দুপুরে ঘটনাটি তদন্তের স্বার্থে তার কার্যালয়ে উভয়পক্ষের উপস্থিতিতে শুনানি করেন। শুনানিতে অভিযোগ প্রমাণীত হওয়ায় তিনি ইউপি সদস্য জাহাঙ্গীর আলমকে বরখাস্তসহ তার বিরুদ্ধে যাথাযথ ব্যবস্থা নিতে লিখিত সুপারিশ করেছেন বলে জানা গেছে।