দক্ষিণ এশিয়ার ‘বিশ্বকাপখ্যাত’ সাফ চ্যাম্পিয়নশিপের এ বারের আসরে সেমিফাইনালে ওঠেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফাইনালে উঠার লড়াইয়ে কুয়েতের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে স্বপ্ন ভঙ্গ হয় লাল-সবুজের প্রতিনিধিদের। সাফের এমন পারফরম্যান্সের কারণে জাতীয় দলের ফুটবলাদের ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
রোববার (৯ জুলাই) দুপুরে বাফুফে ভবনে খেলোয়াড়দের বোনাসের টাকা প্রদান করেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। অর্ধকোটি টাকা বোনাসের অর্থ সাফ স্কোয়াডে ২৩ খেলোয়াড়সহ কোচিং স্টাফের সবাইকে দেয়া হয়েছে। এতে সাফের সফর করা প্রত্যেক সদস্য পেয়েছেন দেড় লাখ টাকার অর্থমূল্য। তবে তিন ফুটবলারকে ব্যক্তিগতভাবে অতিরিক্ত টাকা দিয়েছেন সালাউদ্দিন।
সাফে সেরা গোলরক্ষক হয়েছেন আনিসুর রহমান জিকো এবং দুর্দান্ত পারফরম্যান্স কারণে ফুটবলার শেখ মোরসালিনকে ১ লাখ টাকা দিয়েছে ফেডারেশনের সভাপতি। এছাড়া ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে ৫ লাখ টাকা দিয়েছেন সালাউদ্দিন।
ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে ৫ লাখ টাকার কারণ সর্ম্পকে গিয়ে বাফুফের সভাপতি বলেন, ‘বিশ্বনাথ নিজেই ঘোষণা দিয়েছিল দল সেমিফাইনালে জিতলে সে পাঁচ লাখ টাকা দিবে। এটা স্পিরিটের অংশ। এ রকম খেলোয়াড়ই আমার দরকার। তাকেও আমার পক্ষ থেকে সামান্য অর্থ পুরস্কার। ’
এদিকে বেশকিছু বছর ধরে বাফুফে রয়েছে আর্থিক সীমাবদ্ধতা, অর্থ সংকট। তার উপর বাফুফে সভাপতি আর্থিক বোনাস প্রদান সম্পর্কে বলেন, ‘আমার তেমন সামর্থ্য নেই। তাই খুব সামান্য অর্থ দিচ্ছি। তোমরা অবশ্যই এর চেয়ে বেশি ডিজার্ভ করো। আমার সামর্থ্য থাকলে অবশ্যই বেশি দিতাম। ’
ক্যাপশন: বাফুফে ভবনে সভাপতি সালাউদ্দিনের সাথে জাতীয় দলের খেলোয়াড়বৃন্দ