চট্টগ্রামে শারীরিক প্রতিবন্ধী হত্যা মামলায় জড়িত ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শনিবার (১২ নভেম্বর) রাতে নগরের কোতোয়ালী থানার লালদীঘির পাড় গণশৌচাগারের পাশ থেকে মো. আলাউদ্দিন (২৮) এবং কোতোয়ালীর হোটেল আল-আমিন থেকে মো. শাকিল আহমদকে (১৯) গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, ২০২২ সালের ৯ নভেম্বর শিকলবাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ডোবার পানিতে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে গলায় কাপড়ের বেল্ট প্যাঁচিয়ে ফাঁস লাগানো এক যুবকের মরদেহ উদ্ধার করে।
ময়নাতদন্তে প্রাথমিকভাবে অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়। পরে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কর্ণফুলী থানার মামলা দায়ের হয়। মামলার পরপরই পিবিআই চট্টগ্রাম মেট্রো তদন্ত শুরু করে। তদন্তে হত্যাকাণ্ডের শিকার ওই ব্যক্তি শারীরিক প্রতিবন্ধী ছিলেন বলে জানতে পারে পিবিআই।
এরপর ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, নিহত ব্যক্তি ব্যাটারিচালিত অটোরিকশা চালক। সেই তথ্যের ভিত্তিতে পিবিআই এ হত্যাকাণ্ডে জড়িত আসামি মো. আলাউদ্দিন ও শাকিলকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে মোবাইল ফোন ও অটোরিকশাটি উদ্ধার করা হয়।
পিবিআই চট্টগ্রাম মেট্রো সূত্র জানায়, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে হত্যা মামলায় ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসঙ্গে হত্যার রহস্যও উদঘাটিত হয়েছে।