প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে দেশের প্রতিটি ভূমি ও গৃহহীন মানুষকে গৃহায়নের আওতায় নিয়ে আসার অঙ্গীকার করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি।
চট্টগ্রামের আনোয়ারা কর্ণফুলী, লোহাগাড়া, সাতকানিয়া ও চন্দনাইশে গত তিন অর্থবছরে প্রায় অর্ধশতাধিক অসহায় পরিবারকে গৃহনির্মাণ করে দিয়েছেন তিনি।
তারই অংশ হিসেবে শুক্রবার (২৬ মে) আনোয়ারায় কিছু উপকারভোগীর কাছে নির্মিত ঘর তুলে দেন।
ওয়াসিকা আয়শা খান আরও বলেন, মাথা গোঁজার একটি নিরাপদ ঠিকানা যেকোনো মানুষের জীবন বদলে দিতে পারে। বাসগৃহ নির্মাণ করে দেয়া একটি চমৎকার হৃদয় স্পর্শী উপহার। নতুন গৃহ পেয়ে সবার আনন্দ আমাকে উদ্বেলিত করে। শুধু প্রাপক পরিবার নয় পাড়া প্রতিবেশীরাও অত্যন্ত খুশী হন। তাই মাননীয় প্রধানমন্ত্রীর এই সেবামূলক দিকনির্দেশনা সঠিকভাবে পালন করার সুযোগ আমার জন্য পরম সৌভাগ্যের ও গর্বের।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বারখাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল গফফার চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগের সাবেক মেম্বার ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, আনোয়ারা উপজেলা যুবলীগের সাবেক মেম্বার রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সেলিম, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দু রহিম,আনোয়ারা সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা স্বপন ধর, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতি লীগের সহ সভাপতি আজিজুল হক আজিজ, আনোয়ারা উপজেলা যুবলীগ নেতা ওহিদ, আতাউর রহমান খান কায়সার স্মৃতি সংসদ সংযুক্ত আরব আমিরাতের সদস্য সচিব আবু তৈয়ব রাসেল, এম. নাজিম উদ্দীন ছোটন, আরিফুল ইসলাম, আজম খান, মোঃ হারুন, শহিদুল ইসলামসহ অনেক।