প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আসসালামু আলাইকুম

আমি মোঃ রাশেদুল আলম খান, পিতাঃ মৃত অহিদুর রহমান খান, ঠিকানাঃ কুদাব, ৪০নং ওয়ার্ড, পূবাইল, গাজীপুর। গত ১১ই সেপ্টেম্বর কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় ও অনলাইনে চুমকি কে ফুল দিয়ে বরণ করা রাশেদ এখন যুবদল নেতা এই শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি আমার নজরে আসে। উল্লেখ্য থাকে যে, আমার পারিবারিক জমি সংক্রান্ত সমস্যার কারণে আমি আমার এলাকার স্থানীয় মুরুব্বিদের পরামর্শে যুবলীগ নেতা মামুনুর রশিদ ভূইয়াকে নিয়ে গত ১২ জানুয়ারী ২০২২ সালে সাবেক এমপি মেহের আফরোজ চুমকি’র কাছে যাই। এসময়ে একটি ছবি তোলা হয়। দীর্ঘদিন যাবৎ আমার ভাইদের সাথে পারিবারিক দ্বন্দ্ব চলমান আছে এই বিষয় টা পূবাইলের মোটামুটি সকলেই যানে, এই ছবিকে ব্যবহার করে আমার ভাইরা আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করার জন্য ভুল তথ্য দিয়ে গণমাধ্যম কর্মীদের সংবাদ প্রকাশ করার জন্য উৎসাহ প্রদান করে। আমি দীর্ঘদিন সুনামের সাথে পূবাইলে যুবদলের রাজনীতি করে আসছি। উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি আগেও যুব দলে ছিলাম এখনো আছি ইনশাল্লাহ পরবর্তী সময়ও দলের হয়ে কাজ করব ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল গরীব দুঃখীর দল, আমি গর্ব করে বলতে পারি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সাধারণ কর্মী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ,বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব, তারেক রহমান জিন্দাবাদ ফজলুল হক মিলন ভাই জিন্দাবাদ।

ধন্যবাদ

মো: রাশেদুল আলম খান